বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম সাইট ফেসবুক ও মেসেঞ্জার কাজ করছে না বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা।
শুক্রবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৫টার পর থেকেই দেশব্যাপী অ্যাপ দুটি ব্যবহার করতে পারছেন না তারা।
এ বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র জানান, বাংলাদেশে ফেসবুক ও মেসেঞ্জার সেবা সীমিত হওয়ার বিষয়ে জানতে পেরেছি। বিষয়টি সম্পর্কে আরও ভালো করে জানার চেষ্টা করছি। আশা করি খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পক্ষ থেকে বলা হয়েছে, “কারিগরি ত্রুটির” কারণে ব্যবহারকারীরা এ অ্যাপ দুটি ব্যবহার করতে পারছে না। তবে নিয়ন্ত্রণ কমিশন এ অ্যাপ দুটি বন্ধ করেনি বলেও দাবি তাদের।
বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রয় মৈত্র ঢাকা ট্রিবিউনকে জানান, এ সমস্যা সমাধানে কাজ করছে তারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চলাকালে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়া রুখতে পদক্ষেপ হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বিষয়টি তেমন নয়, কারিগরি ত্রুটির কারণেই এমন হচ্ছে।”
যদিও ডাউনডিটেক্টর ওয়েবসাইটের কাছে বিশ্বের কোথাও আজ ফেসবুক বা মেসেঞ্জার ডাউন থাকার তথ্য নেই। ফলে ধারণা করা হচ্ছে, কেবল বাংলাদেশের ব্যবহারকারীরাই এ ধরনের সমস্যায় পড়ছে।