অ্যাপেল আগামী সেপ্টেম্বর মাসে নিয়ে আসছে আইফোন-১৩ সিরিজ। যদিও এখন পর্যন্ত নির্দিষ্ট কোন তারিখ ঘোষণা করেনি অ্যাপল, তবে অ্যাপলের স্বাভাবিক পদ্ধতি অনুসরণ করার অর্থ হল এ মাসের চতুর্থ শুক্রবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর লঞ্চ ববে।
আইফোন-১৩ চারটি ভিন্ন রঙে বাজারে আসতে পারে। সেগুলো হচ্ছে কালো, সিলভার এবং সানসেট গোল্ড। এছাড়াও নতুন আইফোন বাজারে আসবে ফ্লেকজিবল চার্জিং বোর্ড নিয়ে যা স্পেসও কমাবে। গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ১৩ সিরিজের এই আইফোনের দাম আইফোন-১২ মতো একই থাকবে। এছাড়াও যতদিন ফোনে গুরুত্বপূর্ণ কোনো নতুন হার্ডওয়্যার সংযোজন না আসবে, ততদিন পর্যন্ত অ্যাপল তাদের উৎপাদন খরচ না বাড়াতে চেষ্টা করবে।
আইফোন-১৩ এর দাম হতে পারে ৬৯৯ ডলার, ৭৯৯ ডলার, ৯৯৯ ডলার এবং ১,০৯৯ ডলার। আইফোন-১৩ এর বৈশিষ্ট্য অনেক ক্ষেত্রেই আইফোন-১২ এর মতোই হবে। তবে কোম্পানি পিছনের ক্যামেরার ডিজাইন পরিবর্তন করতে পারে।
আইফোনের উচ্চতর রিফ্রেশ রেট এলটিপিও ডিসপ্লে, দ্রুতগতির এ১৫ চিপ, ছোট নচ, ভিডিও রেকর্ডিং ফিচার, বড় ক্যামেরা সেন্সরসহ বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। আইফোন-১২ সিরিজের থেকেও ১৩-তে ব্যাটারি ও ৫-জি সুবিধা বেশি থাকবে।