Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপেও দেওয়া যাবে 'রিঅ্যাকশন'

পুরনো ব্যবহারকারীদের ফিচারটি পাওয়ার জন্য আগে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০৯:১৪ পিএম

চ্যাটিংয়ের অন্যতম জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন ফিচার। এখন মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো হোয়াটসঅ্যাপের মেসেজের প্রতিক্রিয়া সরাসরি জানানো যাবে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ বেটা ইনফোতে শেয়ার করা একটি পোস্ট অনুযায়ী, শিগগিরই নতুন এই ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

পোস্ট থেকে জানা যায়, ফেসবুক বা মেসেঞ্জারে যেভাবে ইমোজি আইকন ব্যবহার করে প্রতিক্রিয়া জানানো যায় সেভাবেই হোয়াটসঅ্যাপেও মেসেজের প্রতিক্রিয়া জানাতে পারবেন ব্যবহারাকারীরা।

জানা গেছে, মেসেঞ্জারের মতোই কোনো মেসেজের উপর ট্যাপ করলে রিঅ্যাক্ট ইমোজি আইকোনগুলো চলে আসবে। সেখান থেকে সিলেক্ট করে ক্লিক করলেই মেসেজের প্রতিক্রিয়া জানানো হয়ে যাবে।

বেটা ইনফোতে দেওয়া তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ-এর Android ভার্সনে এই ফিচারটি উপভোগ করতে পারবেন। পরবর্তীতে iOS ব্যবহারকারীরাও উপভোগ করতে পারবেন। 

তবে হোয়াটসঅ্যাপের পুরোনো ব্যবহারকারীদের ক্ষেত্রে ফিচারটি পেতে হলে অ্যাপ্লিকেশনটি আগে আপডেট করা লাগবে।

   

About

Popular Links

x