Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম ডাউন

হঠাৎ করে বেশ কিছুক্ষণের জন্য বিশ্বজুড়ে ডাউন হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানাধীন অ্যাপগুলোর সার্ভার

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১০:২৮ পিএম

হঠাৎ করে বেশ কিছুক্ষণের জন্য বিশ্বজুড়ে ডাউন হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানাধীন অ্যাপগুলোর সার্ভার। এ কারণে ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না।

সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর থেকে এসব সোশ্যাল মিডিয়া সাইটে ঢোকা যাচ্ছে না।

এদিকে ফেসবুক টুইটারে দেওয়া এক বিবৃতিতে বলেছে, “দুঃখিত, কিছু একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা সমস্যা নিয়ে কাজ করছি। যত তাড়াতাড়ি সম্ভব আমতা তা ঠিক করে নেবো।”


সমস্যার কথা স্বীকার করে দুঃখপ্রকাশ করে টুইট করেছে হোয়াটসঅ্যাপ। সমস্যার সমাধান হলে ইউজারদের আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে ওই বার্তায়। একই বার্তা টুইটারে দিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। 



ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে লগইন করতে গিয়ে ব্যবহারকারীরা একটি এরর মেসেজ দেখতে পাচ্ছেন। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কাজ করলেও নতুন কোনো কন্টেন্ট দেখা যাচ্ছে না। এসব অ্যাপ থেকে কোনো মেসেজও আদান প্রদান করা যাচ্ছে না।


   

About

Popular Links

x