Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

নতুন বিভ্রাটে ফেসবুক ব্যবহারকারীরা

বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকের পোস্টে কোনো রিঅ্যাকশন দেখা যাচ্ছে না

আপডেট : ২৭ মে ২০২২, ০৮:২২ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছুদিন পরপরই বিভ্রাট দেখা দেওয়া নতুন কিছু নয়। সম্প্রতি আবারও বড় একটি সমস্যা দেখা দিয়েছে প্ল্যাটফর্মটিতে। 

শুক্রবার (২৭ মে) টুইটার ও ইনস্টাগ্রামে দেওয়া বিভিন্ন পোস্ট থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে ফেসবুকের পোস্টে কোনো রিঅ্যাকশন দেখা যাচ্ছে না।


বাংলাদেশ ও ভারতের ফেসবুক ব্যবহারকারীরা সমস্যাটির কথা জানালেও এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি ফেসবুকের মূল পরিচালনা প্রতিষ্ঠান মেটা।

তবে, ধারণা করা হচ্ছে, ফেসবুকের ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা (প্রাইভেসি পলিসি আপডেট) হালনাগাদ করার কারণেই এই সমস্যা দেখা দিয়েছে।


এর আগে এক বার্তায় মেটার পক্ষ থেকে ব্যবহারকারীদের হালনাগাদের বিষয়ে নোটিফিকেশন পাঠানো হয়েছিল। সেখানে জানানো হয়, ফেসবুক ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করছে, যা আগামী ২৬ জুলাই থেকে কার্যকর হবে।

তবে, হালনাগাদের কারণেই নতুন এই বিভ্রাট দেখা দিয়েছে কি-না সে প্রসঙ্গেও কিছু জানায়নি মেটা।

   

About

Popular Links

x