জলবায়ু পরিবর্তন রোধে এবার পরিবেশবান্ধব মোটরসাইকেল আবিষ্কার করেছেন জার্মানির একদল বিজ্ঞানী। পুনর্ব্যবহৃত (রিসাইকেল্ড) প্লাস্টিক থেকে তৈরি এই মোটরসাইকেলটিকে “বিশ্বের সবচেয়ে পরিবেশবান্ধব বাইক” হিসেবে দাবি করেছেন তারা।
জার্মানির ইগাস কোম্পানির প্রস্তুতকৃত “ইগাস বাইক” নামের এই মোটরসাইকেলের টায়ার বা চাকা ছাড়া পুরোটাই পুনর্ব্যবহৃত প্লাস্টিক থেকে তৈরি।
নির্মাতাদের দাবি, তুলনামূলকভাবে ভারি হওয়ায় মোটরসাইকেলটি সমতলে চালানো সহজ হবে। প্লাস্টিক থেকে নির্মিত এই মোটরসাইকেলে নেই মরিচা পড়ারও আশঙ্কা।
সলিড লুব্রিকেন্ট ব্যবহার করার কারণে মোটরসাইকেলটি চালাতে কোনো তেলের প্রয়োজন হবে না। তেলবিহীন হওয়ায় ধুলো-বালি ও ময়লাও সহজে জমতে পারবে না।
নির্মাতা জানান, পরিবেশবান্ধব এই মোটরসাইকেলটি এ বছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে।
আপাতত এই মোটরসাইকেলের দাম ১ হাজার ৪০০ ইউরো বা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা ধরা হয়েছে।