হঠাৎ করে বাংলাদেশসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে একসঙ্গে ফেসবুক ব্যবহারে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রহস্যজনকভাবে স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক একাউন্ট থেকে লগ আউট হওয়ার ঘটনা ঘটছে বলে জানা গেছে। এতে দ্বিধায় পড়েছেন ফেসবুক ব্যবহারকারীরা।
জানা গেছে, বুধবার সন্ধ্যা থেকে হঠাৎ করেই স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হতে শুরু করে অসংখ্য ফেসবুক ব্যবহারকারীর একাউন্ট।
এই ঘটনার ভুক্তভোগী অসংখ্য ফেসবুক ব্যবহারকারী তাদের ফেসবুক অ্যাকাউন্টের একসেস হারিয়েছেন বলে টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। তারা অন্যান্য যোগাযোগ মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন।
@facebook I got logged out of my account on my laptop and now cannot log back in. My password is being rejected, and I tried resetting the password but I have not received the 6-digit code in my email. pic.twitter.com/3fwefaoYEE
— Alexsander Akers (@a2) December 5, 2018
অনেক ফেসবুক ব্যাবহারকারীরা আবার অভিযোগ করেছেন যে, তাদের পাসওয়ার্ড রিসেট করা হয়েছে বলে তাদের মেইলে ভেরিফিকেশন কোড পাঠানো হলেও কোড কাজ করছেনা। অনেকেই আবার মনে করছেন যে তাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।
তবে, বিশেষজ্ঞরা মনে করছেন সাইটটির কার্যপদ্ধতিতে কিছু ত্রুটি দেখা যাওয়ার কারণেই এমনটি ঘটেছে।
ফেসবুক কর্তৃপক্ষও এ বিষয়ে এখনও মুখ খোলেনি।