ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিক হলে কোম্পানিটির বেশিরভাগ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন তিনি।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট।
ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার যে প্রক্রিয়ায় আছেন, সে প্রক্রিয়ায় বেশকিছু বিনিয়োগকারী মাধ্যমটির সাত হাজার ৫০০ কর্মীর প্রায় ৭৫% কমানোর পরিকল্পনার কথা জানান।
বিষয়টিকে কোম্পানিটির শুধু কঙ্কাল রেখে যাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে প্রতিবেদনটিতে। সংবাদপত্রটি কিছু নথি ও নাম না প্রকাশ করা সূত্রের উদ্ধৃতি টেনে বিষয়টি উপস্থাপন করেছে।
টুইটার এবং মাস্কের প্রতিনিধি হিসেবে অ্যাটর্নি অ্যালেক্স স্পিরোর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যদিও কোম্পানিটির হাতবদলে কর্মী ছাঁটাই অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে মাস্কের ভাবনা টুইটারের পরিকল্পনার চেয়ে অনেক বেশি চরম। এর আগেও মাস্ক কোম্পানির কিছু কর্মীকে বাদ দেওয়ার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি, অন্তত প্রকাশ্যে নয়।
পুঁজিবাজার ও বিনিয়োগবিষয়ক সংস্থা ওয়েডবুশ সিকিউরিটিজ এর একজন বিশ্লেষক ড্যান আইভেস বলেন, “সহজভাবে বললে, ৭৫% জনবল ছাঁটাই করলে অর্থের প্রবাহ সহজতর হবে এবং এতে লাভ বৃদ্ধি পাবে। যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।”
তবে আইভেস বলেন যে, “টুইটারের জনবলে এতো ঘাটতি কোম্পানিটিকে বেশ কয়েক বছর পিছিয়ে নেবে।”
এর আগে এপ্রিলে টুইটার কিনে নেওয়ার জন্য চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিলেও মাস্ক পরবর্তীতে মাধ্যমটিতে ভুয়া অ্যাকাউন্ট না সরানোর অভিযোগ তুলে তা থেকে সরে আসেন। তবে এ মাসে আবার তিনি প্রস্তাবে ফিরে আসেন।