Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

সাবেক নভোচারী বিল: মঙ্গলে অভিযান অহেতুক, হাস্যকর

"মঙ্গলে নভোচারীদের পাঠানোর সিদ্ধান্ত হাস্যকর বটে!"

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৭:১৯ পিএম

মঙ্গলে মানুষ পাঠানোর অভিযানকে 'অহেতুক এবং হাস্যকর' বলে আখ্যায়িত করেছেন চাঁদের কক্ষপথে পরিভ্রমণকারী প্রথম নভোচারীদের অন্যতম বিল অ্যান্ড্রেস। বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে পৃথিবীর কক্ষপথের বাইরে যাওয়া প্রথম নভোযান 'অ্যাপোলো ৮' এর এই পাইলট বলেন, মঙ্গলে নভোচারীদের পাঠানোর সিদ্ধান্ত 'হাস্যকর বটে'!

চন্দ্রাভিযানে নতুন মিশনের জন্য নাসা যখন প্রস্তুতি নিচ্ছে তখনই এমন মন্তব্য করলেন সাবেক এই নভোচারী। উল্লেখ্য, ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর জন্যও গবেষণা করছে নাসা।

বিল আন্দ্রেসের এমন মন্তব্যের পর পাল্টা কোনও মন্তব্য করেনি নাসা।

প্রসঙ্গত, ১৯৬৮ সালের ডিসেম্বরে অন্য দু'জন নভোচারীর সঙ্গে চাঁদের কক্ষপথে ১০বার পরিভ্রমণ করেন আন্দ্রেস। পৃথিবীতে ফেরার আগে সেখানে ২০ ঘণ্টা অতিবাহিত করে তাদের বহনকারী নভোযান অ্যাপোলো ৮।

About

Popular Links