Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

চাঁদের বুকে অঙ্কুরিত হলো তুলার বীজ!

মহাকাশযানের পাঠানো ছবিতে দেখা যায়, একটি তুলা বীজের অঙ্কুর বড় হতে শুরু করেছে

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১০:২৬ পিএম

চীনের চাং’ই-৪ মহাকাশযানে করে চাঁদে নিয়ে যাওয়া তুলা বীজের মধ্যে একটি প্রথমবারের মতো চাঁদের বুকে অঙ্কুরিত হয়েছে।

চাঁদে ক্ষুদ্র জীবমণ্ডল নিয়ে পরীক্ষা চালানো এক বিজ্ঞানী মঙ্গলবার (১৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

প্রথমবারের মতো চাঁদের দূরবর্তী অংশে নির্বিঘ্নে অবতরণের পর চীনের চাং’ই-৪ সেখানে প্রথমবারের মতো ক্ষুদ্র জীবমণ্ডল সৃষ্টির পরীক্ষায় পথপ্রদর্শক হলো।

বার্তা সংস্থা ইউএনবি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, চংকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পরীক্ষার প্রধান নকশাবিদ শি জেংশিন বলেন, চাঁদে সহজ ও ক্ষুদ্র জীবমণ্ডল তৈরির জন্য চাং’ই-৪ মহাকাশযানে থাকা একটি আধারে তুলা, সরিষা, আলু ও অ্যারাবিডোপসিস বীজের পাশাপাশি মাছির ডিম দিয়ে দেওয়া হয়েছে।

মহাকাশযানের পাঠানো ছবিতে দেখা যায়, একটি তুলা বীজের অঙ্কুর বড় হতে শুরু করেছে। তবে অন্য বীজগুলোর কোনও অগ্রগতি দেখা যায়নি।

অধ্যাপক শি জানান, অ্যালুমিনিয়ামের বিশেষ উপাদানে তৈরি সিলিন্ডার আকৃতির ওই আধারটি ১৯৮ মিলিমিটার লম্বা। যার ব্যাস ১৭৩ মিলিমিটার এবং ওজন ২.৬ কেজি। এতে রয়েছে পানি, মাটি, বাতাস, দুটি ছোট ক্যামেরা ও তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ক্যামেরাগুলো ১৭০টির বেশি ছবি তুলেছে এবং পৃথিবীতে পাঠিয়েছে।

About

Popular Links