Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

রেকর্ড ভেঙে নতুন বছরে আরও বেশি মহাকাশ মিশনের স্বপ্ন ভারতীয় বিজ্ঞানীদের

ইসরো চেয়ারম্যান বলেন, আমরা ২০২৪ সালের জন্য কমপক্ষে ১২টি মিশন পরিকল্পনা করছি

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১১:৩৩ এএম

২০২৩ সাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) জন্য দারুণ সাফল্যের বছর ছিল৷ ভারত চাঁদে মহাকাশযান অবতরণ করেছিল। পাশাপাশি সূর্যের উদ্দ্যেশ্যে পাড়ি দিয়েছিল আদিত্য-এল১৷ যার সফলভাবে উৎক্ষেপণ হয়ে গেছে৷

তবে নতুন বছর ঘিরে নতুন পরিকল্পনা এঁটেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস সোমনাথ। সোমবার গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, ভারতীয় মহাকাশ সংস্থা এই নতুন বছর ২০২৪ এ কমপক্ষে ১২টি মহাকাশযান উৎক্ষেপণ পরিচালনা করবে। ভেঙে দেবেন পুরোনো সব রেকর্ড।

তিনি বলেন, “আমরা ২০২৪ সালের জন্য কমপক্ষে ১২টি মিশন পরিকল্পনা করছি।”

সোমনাথ ভারতের প্রথম পোলারিমেট্রি মিশন, এক্স-রে পোলারিমিটার (এক্সপোস্যাট) এর সফল উৎক্ষেপণের পরে একটি মিডিয়া ব্রিফিংয়ে কথা বলছিলেন।

সেখানে তিনি আরও বলেন, “আমাদের হার্ডওয়্যার তৈরি করার এবং পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা চালানোর ক্ষমতার উপর নির্ভর করে এটি বাড়তে পারে।”

এই এক্সোস্যাট একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র, যা ব্ল্যাক হোল এবং অন্যান্য মহাকাশীয় বস্তুগুলো অধ্যয়ন করবে।

   

About

Popular Links

x