Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

আইএসপিএবি: ব্রডব্যান্ড ইন্টারনেটে ৭০০ টাকার প্যাকেজ ৫০০ টাকায় দেওয়া হবে

মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১০:৫৬ পিএম

ব্রডব্যান্ড ইন্টারনেটের ৭০০ টাকার প্যাকেজ এখন থেকে ৫০০ টাকায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

মঙ্গলবার (১ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর এই সংগঠনটি।

আইএসপিএবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোনো আইএসপি এখন ৫ এমবিপিএস প্যাকেজ দেয় না। এটা কমবেশি গড়ে ১০ এমবিপিএস দেওয়া হয়। সেই অনুযায়ী আইএসপিএবি এখন ৫০০ টাকা থেকে প্যাকেজ শুরু করতে যাচ্ছে।

এ বিষয়ে আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, “ইন্টারনেট সেবার দিক থেকে বাংলাদেশের অবস্থান আরও ভালো দেখতে চান। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) ও রেভিনিউ শেয়ার (রাজস্ব ভাগাভাগি) প্রত্যাহার করে নেয়, তাহলে আইএসপিগুলো পরবর্তী সময়ে ব্রডব্যান্ডের সংজ্ঞা অনুযায়ী গ্রাহককে ২০ এমবিপিএস ব্যান্ডউইডথ নিশ্চিত করতে পারবে।”

তিনি আরও বলেন, “বেশির ভাগ গ্রাহক মাসিক বিলের সঙ্গে ৫% মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে চান না, যা তারা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবে।”

   
Banner

About

Popular Links

x