Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রেস উইং: জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সংকট সমাধান গতি পাবে

বৃহস্পতিবার চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৪:৫৪ পিএম

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফরে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি গতি পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, “রোহিঙ্গা সংকটের বিষয়টিকে বিশ্ব মানচিত্রে অগ্রাধিকারের জায়গায় নিয়ে আসতে চান প্রধান উপদেষ্টা।”

বৃহস্পতিবার চার দিনের সফরে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব। সফরের দ্বিতীয় দিন শুক্রবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সফরকালে গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে তিনটি পৃথক বৈঠকে অংশ নেবেন।

মিয়ানমারের যুদ্ধপরিস্থিতিতে বর্তমানে ওই দেশের ক্ষমতায় আছে বিদ্রোহী গোষ্ঠীরা, এমন অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসনে অন্তর্বর্তীকালীন সরকার কী উদ্যোগ নেবে? জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “কূটনৈতিক প্রক্রিয়ায় রোহিঙ্গারা যাতে ফেরত যেতে পারে সে জন্য সরকার কাজ করছে। আমাদের কূটনীতিক তৎপরতা আছে।”

এই সফরে রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পেলেও সংস্কার ও আগামী নির্বাচন ইস্যুতে জাতিসংঘ মহাসচিব ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে বলেও জানিয়েছে প্রেস উইং।

   

About

Popular Links

x