Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রচণ্ড তাপপ্রবাহ: জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ

একই কারণে দেশের সব স্কুল-কলেজ সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৮:২৩ পিএম

তীব্র তাপদাহের কারণে এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীব্র তাপদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধ থাকবে।

একই কারণে এ দিন দুপুরেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে আগামী ২৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ঈদ এবং পহেলা বৈশাখের ছুটি শেষে আগামীকাল তা খোলার কথা ছিল।

এ বছর বৈশাখের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ বিষয়ে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেছেন, “২৪-২৫ এপ্রিলের দিকে তাপপ্রবাহের তীব্রতা কমে এলেও তা মাসজুড়েই বিরাজ করবে। তখন অতিতীব্র থেকে তীব্র, তীব্র থেকে মাঝারি এমন থাকবে। তবে তাপপ্রবাহ যে চলে যাবে তা না।”

বৃষ্টির বিষয়ে তিনি বলেন, “এপ্রিলে বড় পরিসরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিচ্ছিন্নভাবে দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে।”

About

Popular Links