Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

লকডাউনের বিধি ভাঙায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর জরিমানা

ওই আয়োজনে উপস্থিত মোট ৫০ জনকে জরিমানা করা হয়েছে

আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১১:৩৮ পিএম

করোনাভাইরাস মোকাবিলায় জারি থাকা লকডাউন বিধি ভঙ্গ করে পার্টি করার কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অর্থমন্ত্রী রিশি সুনাককে জরিমানা করছে পুলিশ।

রয়টার্স জানায়, মেট্রোপলিটন পুলিশ এরই মধ্যে নির্ধারিত জরিমানার নোটিশ দেওয়া হবে জানিয়ে দুইজনকেই বার্তা পাঠিয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) ব্রিটিশ পুলিশ কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাস রোধে জারি করা লকডাউনের বিধি ভেঙে বরিস জনসনের কার্যালয় ও বাড়ির আয়োজনে উপস্থিত থাকা আরও অন্তত ৩০ জনকে জরিমানা করা হবে। এ নিয়ে ওই আয়োজনে উপস্থিত মোট ৫০ জনকে জরিমানা করা হয়েছে।

এদিকে বিষয়টি নিশ্চিত করে ব্রিটিশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মঙ্গলবার মেট্রোপলিটন পুলিশের নোটিশ পেয়েছেন। এই নোটিশে তাদের জরিমানার তথ্য জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, “আমাদের কাছে অতিরিক্ত কোনও তথ্য নেই, তবে পেলে আপনাদের অবহিত করা হবে।”

   

About

Popular Links

x