Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

জামায়াত সেক্রেটারি: আগামী নির্বাচনে ইসলামি দলগুলোর একটি ভোটবাক্স থাকবে

খুলনায় এক দলীয় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন

আপডেট : ২০ জুন ২০২৫, ০৯:৪৭ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে হবে। কোনো বিদেশি প্রভুর কথায় আর দেশ চলবে না। নিজেরাই নিজেদের শক্তি নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশের ইসলামি দলগুলোর মধ্যে একধরনের সমঝোতা হয়েছে, আগামী নির্বাচনে ইসলামি দলগুলোর একটি ভোটবাক্স থাকবে।”

শুক্রবার (২০ জুন) দুপুরে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরের সোনাডাঙ্গা আল ফারুক মিলনায়তনে থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এ মন্তব্য করেন।

জামায়াত সেক্রেটারি তার বক্তব্যে শঙ্কা প্রকাশ করে বলেন, “জুলাইয়ে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে অর্জিত বিজয় হাতছাড়া হয়ে যাবে, যদি এ দেশের ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হয়। নতুন বাংলাদেশের প্রত্যাশা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করছে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেশে ইসলামি বিপ্লব করতে নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।”

জামায়াতের এই নেতা আরও বলেন, “আজ এ দেশের জনগণ নিজেদের ভাগ্যের পরিবর্তনে সত্যিকার নৈতিকতাসম্পন্ন মানুষদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চায়। তারা জামায়াতে ইসলামীর নেতৃত্বকে গ্রহণ করতে ব্যাকুল হয়ে আছে। দেশে যদি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে দেশের অধিকাংশ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে। জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গণমুখী কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজের মানুষের সেবা অব্যাহত রাখতে হবে।”

   
Banner

About

Popular Links

x