Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাজেকে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিকের মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে যায় ট্রাকটি। এ ঘটনায় হতাহতদের সবাই সড়ক নির্মাণের কাজে গিয়েছিলেন

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৮:২৮ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কের “৯০ ডিগ্রি” এলাকায় ট্রাক খাদে পড়ে ৬ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। হতাহতদের সবাই সড়ক নির্মাণের কাজে গিয়েছিলেন বলে জানা গেছে।

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ডাম্প ট্রাকটিতে ১৭ জন শ্রমিক ছিলেন। তারা সীমান্ত সড়কের কাজ শেষে ট্রাকে করে উপজেলা সদরে ফিরছিলেন। হঠাৎ, পাহাড়ি সড়ক থেকে ট্রাকটি খাদে পড়ে যায়।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ির দিঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এই দুর্ঘটনায় ৬ জন মারা গেছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।”
 
রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আবদুল আওয়াল চৌধুরী বলেন, “নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে যায় ট্রাকটি। এ ঘটনায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে বিস্তারিত বলা যাবে।”

   

About

Popular Links

x