সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ।
গত সোমবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে হরিণের এই মাংস জব্দ করা হয়।
এ সময় বন বিভাগের টহলরত সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি নৌকা জব্দ করা হয়েছে বলেও জানান খুলনার কয়রার শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সহিদ।
তিনি জানান, কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে হরিণের মাংস ও নৌকা জব্দ করা হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল বলেন, “এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিচাপা দেওয়া হয়েছে।”