Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ

শিল্পকলায় এক অনুষ্ঠানের মঞ্চে একাডেমির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৭ পিএম

নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করেই তিনি এ সিদ্ধান্ত জানিয়েছেন।

জানা গেছে, শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে তিনি তার পদত্যাগপত্র তুলে দেন।

এদিকে, শিল্পকলা একাডেমির সচিব জানিয়েছেন এই পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার তার নেই। বিষয়টি গ্রহণের দায়িত্ব সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের।

পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন মঞ্চে এসে বলেন, “শিল্পকলার সচিব হিসেবে আমি শুধু এটি হাতে নিয়েছি, তবে শিল্পকলা একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি।”

   

About

Popular Links

x