Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাত বছরের শিশুকে ধর্ষণ-হত্যার অভিযোগে একজনের মৃত্যুদণ্ড

 ২০১৭ সালে ধর্ষণের পর শিশুটিকে হত্যা করেছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম

ঢাকার মাতুয়াইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আসামিকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ট্রাইব্যুনাল-৩ এর বিচারক রোকশানা বেগমের  আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন সবুজ সাজার বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, “রফিকুল ইসলাম কারাগারে ছিল। রায় ঘোষণার আগে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।”

জানা গেছে, সাত বছরের শিশু জারিয়া আক্তার ২০১৭ সালের ১ অক্টোবর ভোর ৬টার দিকে রুম থেকে বাথরুমে যায়। সাড়ে ৬টা পর্যন্তও ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে পুলিশ রফিকুলের রুম থেকে জারিয়ার মৃতদেহ উদ্ধার করে। পরদিন পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে রফিকুল।

ওই ঘটনায় জারিয়ার বাবা জাকির হোসেন পরদিন যাত্রাবাড়ী থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। এরপর চার্জগঠন করে বিচার শুরু হয়। বিচারিক কার্যক্রম শেষ করে আদালত রায় ঘোষণা করলেন।

   

About

Popular Links

x