Friday, June 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঝড়ে গাছের ডালের আঘাতে র‍্যাব সদস্য নিহত

এ ঘটনায় আরেক র‌্যাব সদস্যা আহত হয়েছেন

আপডেট : ১২ মে ২০২৫, ০৪:২২ পিএম

গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সাইফুর রহমান (৪০) নামের আরেক র‌্যাব সদস্যা আহত হয়েছেন।

রবিবার (১২ মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‍্যাব- ১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিউটি শেষে রবিবার রাতে এক সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলযোগে ক্যাম্পে ফিরছিলেন আবু বক্কর সিদ্দিক। এ সময় সাহার বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে সড়কের পাশের একটি গাছের ডাল ভেঙে পড়ে তাদের ওপর। এতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা অপর সহকর্মীরও আহত হয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহীনুল ইসলাম মণ্ডল জানান, ওই র‍্যাব সদস্যকে গতকাল রবিবার রাত পৌনে ১১টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সাইফুর রহমান (৪০) আরেক র‍্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে র‍্যাব-১৩ রংপুর কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত এএসআই মিজান মোবাইল ফোনে সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “সোমবার বাদ জোহর রংপুরে আবু বক্করের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে তার পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়।”

   

About

Popular Links

x