রাজধানী ঢাকার নটরডেম কলেজের ভবনে থেকে পড়ে ধ্রুব ব্রুতদাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১২ মে) বেলা সোয়া ৩টার দিকে নটরডেম কলেজের "ফাদার টিম" ভবন থেকে নিচে পড়ে যান ওই শিক্ষার্থী। দেখতে পেয়ে সহপাঠীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ধ্রুব এইচএসসি পরীক্ষার্থী। আগামী এক মাস পরে তাদের পরীক্ষা। আজ তাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল। রেজাল্ট আনতে কলেজে গিয়েছিলেন তিনি। ঘটনার সময় সন্তানের জন্য গেটের বাইরে অপেক্ষা করছিলেন তার বাবা বানিব্রত দাস।
তিনি বলেন, “আমি ছেলের জন্য গেটে অপেক্ষায় ছিলাম। ছেলেকে ফোন দিয়েছিলাম, সে বলছিল, ৫ থেকে ১০ মিনিট সময় লাগবে বের হতে। কিছুক্ষণ পর দেখি গেট থেকে কিছু সংখ্যক শিক্ষার্থী আমার ছেলেকে রক্তাক্ত অবস্থায় নিয়ে বের হচ্ছে। কীভাবে কী ঘটলো জানি না।”
তবে ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে নটরডেম কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি।
নটেরডেম কলেজের শিক্ষার্থী নাফিজ মাদাদ রহমান বলেন, “আমরা হঠাৎ একটি শব্দ পাই। বাহিরে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। পরে আমরা উদ্ধার করে নিয়ে আসি। তাদের ধারণা হয়তো ভবনের বারান্দা থেকে অসাবধানতাবশতঃ নিচে পড়ে গেছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে।