Tuesday, June 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাতের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বজ্রপাত

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে

আপডেট : ১৯ মে ২০২৫, ১০:১২ পিএম

রাতের মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও রাত ১১টার মধ্যে দেশের ১৭ জেলায় বজ্রপাতের সতর্কতা দিয়েছে সংস্থাটি।

সোমবার (১৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাস এবং বজ্রপাতের পৃথক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, টাংগাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টায় রাজশাহী, নাটোর, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, চাঁদপুর, বরিশাল, কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

এসময় বজ্রপাত থেকে বাঁচতে কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে সংস্থাটি। এগুলো হলো- বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকা; জানালা ও দরজা বন্ধ রাখা; সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা; নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া; গাছের নিচে আশ্রয় না নেওয়া; বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো খুলে রাখা। এছাড়াও জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে ওঠে আসা, বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকা এবং শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করতে বলা হয়েছে।

   

About

Popular Links

x