Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

শোলাঙ্কির বদলে কলকাতার ওয়েব সিরিজে মিথিলা!

কলকাতার জনপ্রিয় ওয়েব সিরিজ "মন্টু পাইলট"-এর দ্বিতীয় কিস্তির শুটিং শিগগিরই শুরু হচ্ছে

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৮:৫৫ পিএম

কলকাতার জনপ্রিয় ওয়েব সিরিজ "মন্টু পাইলট"-এর দ্বিতীয় কিস্তি "মন্টু পাইলট ২" এর শুটিং শিগগিরই শুরু হচ্ছে। তবে সিরিজের প্রধান চরিত্র ভ্রমর হিসেবে শোলাঙ্কি রায়কে দেখা যাবে না এবার। তার বদলে থাকছে দুই বাংলার পরিচিত মুখ রাফিয়াদ রশিদ মিথিলা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, শোলাঙ্কির আপত্তিতেই তার স্থানে এসেছেন মিথিলা।

যদিও আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিজের প্রধান অভিনেতা সৌরভ দাস জানিয়েছেন, শোলাঙ্কির স্থানে নয় বরং নতুন একটি চরিত্রে দেখা যাবে মিথিলাকে। জানা গেছে, শিডিউল নিয়ে ঝামেলার কারণে "মন্টু পাইলট ২"-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন শোলাঙ্কি । সে জন্যই "ভ্রমর"-এর বদলে নতুন চরিত্রটি লিখতে হয়েছে পরিচালককে।

তবে, শোলাঙ্কির পর পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না সৃজিত-ঘরণী।

আনন্দবাজার জানিয়েছে, নতুন চরিত্রের জন্য প্রথম পছন্দ ছিলেন চিত্রনায়িকা কৌশানি মুখোপাধ্যায়। তার শিডিউল না মেলায় প্রস্তাব দেওয়া হয় দেবলীনা চট্টোপাধ্যায়কে। তিনিও ধারাবাহিক নিয়ে ব্যস্ত থাকায় প্রস্তাব যায় অনুষা বিশ্বনাথনের কাছে। তবে ব্যাটে-বলে না মেলায় সবশেষে চূড়ান্ত হন মিথিলা।

About

Popular Links