Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিশাল কাতল মাছ ধরা পড়লো রিয়াজের বড়শিতে!

সম্প্রতি স্ত্রী ও অভিনেত্রী তিনা এবং মেয়ে আমিরাকে নিয়ে গ্রামে বেড়াতে গিয়েছিলেন রিয়াজ

আপডেট : ১৭ মে ২০২২, ১২:২৭ পিএম

বড়শি দিয়ে বিশাল আকারের একটি কাতল মাছ ধরেছেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। বিশাল এই মাছটি ধরে গুণি এই অভিনেতা প্রমাণ করলেন তিনি শুধু অভিনয়েই নয়, মাছ ধরাতেও পটু।

সোমবার (১৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রিয়াজ নিজেই মাছ ধরার গল্প জানান।

ভক্তদের সঙ্গে মাছের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে রিয়াজ জানান, “আমাদের এবারের ছুটির বাড়তি পাওয়া এই বিশাল মনস্টার কার্প (কাতল), এই সাইজের মাছ এখন বেশ বিরল। মাছটি ল্যান্ডিং করানো কঠিন ছিল। কারণ আমার মাছ তোলার নেটের থেকে এটার আকার বড়। শেষে পানিতে নেমে মিনার ভাই এটাকে অনেক কসরত করে ডাঙ্গায় তোলেন।”

ক্যাপশনে রিয়াজ আরও জানান, মাছটি এতো বড় ছিল যে সেটি ছুটে যাওয়ার চিন্তায় ভিডিও করতে পারেননি।

উল্লেখ্য, সম্প্রতি স্ত্রী ও অভিনেত্রী তিনা এবং মেয়ে আমিরাকে নিয়ে গ্রামে বেড়াতে গিয়েছিলেন রিয়াজ। সে সময়ে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরেছেন তিনি।

অভিনয় থেকে দূরে থাকলেও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত “রেডিও” নামের একটি নতুন চলচ্চিত্রে দেখা যাবে রিয়াজকে।

অনন্য মামুনের পরিচালনায় এই সিনেমায় রিয়াজের বিপরীতে দেখা যাবে জাকিয়া বারী মমকে।

About

Popular Links