Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

চাঁদরাতে আসছে জেমসের নতুন গান

গতবছর ঈদ-উল-ফিতরের চাঁদরাতে এসেছিল জেমসের সর্বশেষ মৌলিক গান

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০৮:৫৭ পিএম

দীর্ঘ এক যুগের অবসান ঘটিয়ে গতবছর ঈদ-উল-ফিতরের চাঁদরাতে প্রকাশ পায় দেশের ব্যান্ড সংগীতের শীর্ষ তারকা মাহফুজ আনাম জেমসের মৌলিক গান।

সেই সময়ে ইউটিউবে বসুন্ধরা ডিজিটাল নামের একটি চ্যানেল থেকে “আই লাভ ইউ” শিরোনামে জেমসের গানটি প্রকাশিত হয়।

তখন বলা হয়েছিল, এই চ্যানেল থেকে জেমসের একাধিক গান প্রকাশিত হবে। তবে এক বছর পার হয়ে গেলেও সেটি আর হয়নি। অবশেষে সেই প্রতীক্ষাও ফুরোলো ভক্তদের। ঠিক এক বছর পর ফের চাঁদরাতে আসছে জেমসের নতুন গান।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বসুন্ধরা ডিজিটালে ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন জেমস। দেশের গণ্ডি পেরিয়ে উপমহাদেশের নন্দিত এ সঙ্গীতশিল্পী ভারতের বলিউডেও গান গেয়েছেন। সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঝুলিতে ভরেছেন তিনি।

   

About

Popular Links

x