Thursday, April 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

চীনের তিব্বতে ভূমিকম্পে নিহত অন্তত ৫৩

শক্তিশালী ভূমিকম্পের কম্পন বাংলাদেশ থেকেও অনুভূত হয়েছে

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১১:৫৭ এএম

চীনের তিব্বতে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। চীনের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এর কম্পন ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশ থেকেও অনুভূত হয়েছে।

সকালের ওই ভূমিকম্পের পর ওই অঞ্চলে একাধিকবার “আফটার শক” অনুভূত হয়েছে। এর সর্বোচ্চ মাত্রা ছিল ৪.৪।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নেপালের লবুশে থেকে ৯৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে, তিব্বতের রিকাজে থেকে ১৬৩ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে এবং ভারতের সিকিম থেকে ১৯০.৯ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলের ৭.১ এবং ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। 

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। এখন পর্যন্ত ৬০ জনের আহতের খবর পাওয়া গেছে।

 

   

About

Popular Links

x