Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানে ৪৫০ যাত্রীসহ ট্রেন ছিনতাই, সব যাত্রীকে হত্যার হুমকি

সন্ত্রাসীরা ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেন বলে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৬:৫৮ পিএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ৪৫০ জনের বেশি যাত্রীসহ একটি ট্রেন ছিনতাই করেছে “বালোচ লিবারেশন আর্মি” নামের একটি সন্ত্রাসী সংগঠন। ট্রেনটির নিয়ন্ত্রণ নেওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে চালকসহ ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রেনে কোনো ধরণের সামরিক অভিযান পরিচালনা করা হলে সব যাত্রীকে হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছে সন্ত্রাসী সংগঠনটি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালের দিকে সন্ত্রাসীরা ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেন বলে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

ট্রেন ছিনতাইয়ের ঘটনায় বিবৃতি দিয়েছে বালোচ লিবারেশন আর্মি। সন্ত্রাসী গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বালোচ হুমকি দিয়েছেন, যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ট্রেনের সব জিম্মিকে হত্যা করা হবে। তিনি দাবি করেছেন, অভিযানে গিয়ে সেনাবাহিনীর ছয় সেনা নিহত হয়েছেন।  

বিবৃতিতে তিনি বলেছেন, “যে কোনো ধরনের সামরিক অভিযানের জবাব সমান শক্তিতে দেওয়া হবে। এখন পর্যন্ত ছয় পাক সেনা নিহত হয়েছে এবং কয়েকশ যাত্রী আমাদের জিম্মায় রয়েছে। বালোচ লিবারেশন আর্মি এই অভিযানের পূর্ণ দায় নিচ্ছে।”

জানা গেছে, জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনের ৯টি বগিতে ৪৫০ জনের বেশি যাত্রী ছিলেন। দক্ষিণপশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশওয়ারের উদ্দেশে যাওয়ার সময় সেটি হামলা চালিয়েছেন সশস্ত্র বন্দুকধারীরা। বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসা সশস্ত্র গোষ্ঠী “দ্য বেলুচ লিবারেশন আর্মি” ট্রেনে হামলার দায় স্বীকার করেছে।

   

About

Popular Links

x