চলমান এনএসইউ ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টস কার্নিভালের ছেলেদের ফুটবলে রানার্সআপ হয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি)।
রবিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা এরিনা মাঠে অনুষ্ঠিত ফাইনালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাছে ১-০ গোলে পরাজিত হয় আইইউবি।
আইইউবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সাইফ মান্নান রাতুল পরপর দুটি হ্যাট্রিকসহ প্রতিযোগিতায় মোট আটটি গোল করেন। আইইউবির অপর খেলোয়াড় ইনতিসার চৌধুরী করেন চার গোল।
সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় মাহবুব মানিকের তত্ত্বাবধানে প্রতিযোগিতার গ্রুপ পর্যায়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে ৪-০ গোলে এবং গ্রিন ইউনিভার্সিটিকে ৫-২ গোলে পরাজিত করে আইইউবি। এ দুই ম্যাচেই হ্যাট্রিক করেন রাতুল।
এরপর কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে ২-১ এবং সেমিফাইনালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আইইউবি। এ দুই ম্যাচেই একটি করে গোল করেন রাতুল।