Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

লড়াই করে হারল পাপুয়া নিউগিনি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি

আপডেট : ০৩ জুন ২০২৪, ১২:৪১ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই করে হারল পাপুয়া নিউগিনি। অল্প পুঁজি নিয়েও দারুণ বোলিংয়ে আশা জাগিয়েছিল শক্তিমত্তায় প্রতিপক্ষের চেয়ে অনেক পিছিয়ে থাকা দলটি। শেষ পর্যন্ত যদিও ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা।

রবিবার (২ জুন) গায়ানায় “সি” গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দুই দল।

১৩৭ রানের লক্ষ্য তাড়ায় ৯৭ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ ৪ ওভারে দরকার ছিল ৪০ রান। তবে রোস্টন চেইস ও আন্দ্রে রাসেলের নৈপুণ্যে এক ওভার বাকি থাকতে জিতে যায় স্বাগতিকরা।

বল হাতে উইকেটশূন্য থাকলেও ব্যাটিংয়ে ২৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন চেইস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৩৬ রান করে পাপুয়া নিউগিনি। রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো ছিল না। তবে কোনো অঘটন ঘটতে দেননি রাসেল ও চেইস।

   

About

Popular Links

x