দলবদলের আলোচনায় ভিনিসিয়াস জুনিয়রের পর এবার যুক্ত হলো আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই তারকাকে পেতে বিশাল অঙ্কের প্রস্তাব দিতে যাচ্ছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। এর আগে ভিনিসিয়াসকে পেতে সৌদি আরবের ক্লাব আল আহলি ৪,২০০ কোটি টাকার প্রস্তাব দেয়।
একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যমে ভিনিসিয়াসের জন্য আল আহলির সম্ভাব্য এই প্রস্তাবের খবর প্রকাশিত হয়েছে। যদি এই খবর সত্যি হয় আর ভিনিসিয়াস যদি এই প্রস্তাবে রাজি হন, তবে তিনিই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
সম্প্রতিই সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে সান্তোসে পাড়ি জমিয়েছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। তারপরই তার শূন্যতা পূরণে রদ্রিগোকে চায় দলটি।
স্পেনের টিভি চ্যানেল “‘এল চিরিনগুইতো’” জানিয়েছে, ৩০ কোটি ইউরোর (৩,৭৯৫ কোটি টাকা প্রায়) একটি প্যাকেজ প্রস্তাব দেওয়া হয়েছে রদ্রিগোর জন্য। তাকে মৌসুমপ্রতি ১৪ কোটি ইউরো (১,৭৭১ কোটি টাকা প্রায়) বেতন দিতে চায় আল হিলাল।
পরে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘‘মার্কা’’ নিশ্চিত করেছে, সৌদি প্রো লিগের ক্লাবটির কাছ থেকে রিয়াল ৩০ কোটি দলবদল ফির প্রস্তাব পেয়েছে। আর চিরিনগুইতোর সাংবাদিক এদু আগুয়েরে ‘‘এল চিরিনগুইতো দে জুগোনেস’’ অনুষ্ঠানের এর সর্বশেষ পর্বে বলেছেন, ব্রাজিলের তারকা রদ্রিগোর জন্য আরবের পরিকল্পনাটা হলো রিয়াল মাদ্রিদকে ৩০০ মিলিয়ন ইউরো (৩০ কোটি ইউরো) এবং রদ্রিগোকে দেওয়া হবে ১৪০ মিলিয়ন ইউরো (১৪ কোটি ইউরো)।
তবে ঠিক কত মৌসুমের জন্য রদ্রিগোকে কিনতে চায় আল হিলাল, তা সঠিক জানা যায়নি। এক মৌসুমের পারিশ্রমিক আমলে নিয়ে এটুকু বলা যায়, রদ্রিগোর জন্য ৪৪ কোটি ইউরোর প্রস্তাব দেওয়া হয়েছে। রিয়াল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, না বলেছেন রদ্রিগো নিজেও।