Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

ময়মনসিংহ মেডিকেলে ‘নিউমোনিয়ায়’ দুই দিনে ২৫ শিশুর মৃত্যু

শীতের সময়ে বাড়িতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি তাদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ০৩:০২ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ও নবজাতক ওয়ার্ডে শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত গত দুই দিনে ২৫ শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার ওয়ায়েজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

তিনি জানান, মারা যাওয়া শিশুরা সবাই শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। শিশুদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধসহ সব ধরনের প্রস্তুতিও রয়েছে জানান তিনি।

হাসপাতালে নবজাতক ওয়ার্ডের প্রধান ডাক্তার নজরুল ইসলাম জানান, ওয়ার্ডে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। শীত বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নবজাতক শিশুদের চিকিৎসায় চিকিৎসক নার্স এবং অন্যান্য কর্মচারীরা তৎপর আছে বলেও জানান তিনি।

শিশু ওয়ার্ডের সহকারী অধ্যাপক ডাক্তার বিশ্বজিৎ চৌধুরী জানান, শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের ওয়ার্ডে শীতজনিত শ্বাসকষ্ট এবং নিউমোনিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।

শীতের সময়ে বাড়িতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি তাদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন এই চিকিৎসক। 

তিনি বলেন, “বাড়িতে শীতের কাপড় পরিয়ে রাখা এবং অভিভাবকদের শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়া উচিত।”

ঠান্ডা-কাশি শুরু হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও জানান তিনি।

About

Popular Links