চট্টগ্রামের কর্ণফুলী এলাকার এস আলম রিফাইনারি সুগার মিলে অগ্নিকাণ্ডে এক লাখ টন চিনি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট ও নৌবাহিনী চার ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক জানান, রমজানের জন্য এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি মজুত করা হয়েছিল। এই চিনি ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল। আগুনের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে চিনি আর অবশিষ্ট নেই। ফলে রমজানে আমাদের পক্ষে বাজারে চিনি দেওয়া সম্ভব হবে না।
সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৫৩ মিনিটে নগরীর কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার এই কারখানায় আগুন লাগে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এম ডি আবদুল মালেক জানান, খবর পেয়ে বিকাল চারটা থেকে ফায়ার সার্ভিসের ১৮ ইউনিট কাজ করছে। নৌবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।