Monday, June 17, 2024

সেকশন

English
Dhaka Tribune

বসুন্ধরা সিটির আতঙ্কে পরিণত হয়েছিলেন ‘আইফোন চোর’ রাসেল

  • আটক রাসেল শুধু আইফোন চুরি করেন
  • গত কিছুদিন ধরে বসুন্ধরা শপিং মলের বিভিন্ন দোকানে চুরি হচ্ছিল
আপডেট : ১৭ মে ২০২৪, ০৯:৫৮ পিএম

ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলের একটি দোকান থেকে আইফোন চুরির অভিযোগে মো. রাসেল ওরফে সাগর (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) রাতে বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্টের একটি দোকান থেকে তাকে আটক করে তেজগাঁও থানা পুলিশ।

শুক্রবার বিকেলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, “রাসেল দিনভর বসুন্ধরা সিটি শপিং মলের মোবাইল ফোনের দোকানগুলোতে ক্রেতা সেজে ঘোরাঘুরি করতেন। এরপর কৌশলে আইফোন চুরি করে পালিয়ে যেতেন। বসুন্ধরা সিটি শপিং মলের মোবাইল দোকানগুলোতে তিনি রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছিলেন।”

ওসি বলেন, “রাসেল শুধু আইফোন চুরি করেন। তার মূল টার্গেট বসুন্ধরা সিটি শপিং মলের মোবাইল দোকানগুলো। এসব দোকানে প্রচুর আইফোন থাকে, আবার ভিড়ও অনেক থাকে। ভিড়ের মধ্যে ক্রেতা সেজে দোকানে ঢোকেন। ক্রেতার চাপে বিক্রয়কর্মী একটু অন্যমনস্ক হলেই আইফোন নিয়ে পালিয়ে যান।”

তিনি জানান, বৃহস্পতিবারও ক্রেতা সেজে “অ্যাপল গ্যাজেট” নামে একটি দোকানে যান রাসেল। কৌশলে আইফোন নিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় বিক্রয় প্রতিনিধিরা তাকে আটক করেন।

গত কিছুদিন ধরে বসুন্ধরা শপিং মলের বিভিন্ন ফোনের দোকানে চুরি হচ্ছিল জানিয়ে তিনি আরও জানান, রাসেলের বিরুদ্ধে অন্তত চারটি দোকানে ক্রেতা সেজে চুরির প্রমাণ মিলেছে।

About

Popular Links