Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

পিছু হটল বিআরটিএ, জরিমানার নির্দেশনা বাতিল

অবরোধ তুলে নেওয়ার জন্য ডিএমপির পক্ষ থেকে অটোরিকশা চালকদের অনুরোধ জানানো হয়েছে

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৪ এএম

গ্যাস বা পেট্রলচালিত ৪ স্ট্রোক থ্রি-হুইলার যান (অটোরিকশা) মিটারে না চললে চালকের জরিমানা সম্পর্কিত সাম্প্রতিক নির্দেশনাটি বাতিল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ঢাকার শনির আখড়া, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, রামপুরা, কলেজগেট, আগারগাঁও, মিরপুর, মাজার রোডসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধের খবর পাওয়া যায়। এর মধ্যেই এই নির্দেশনা এল।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনসের বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো। অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক মো. সরওয়ার বলেন, “অটোরিকশা চালকরা ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করলে আমরা বিষয়টি নিয়ে বিআরটিএর সঙ্গে কথা বলি। জেল জরিমানার বিষয়ে যে চিঠিটি বিআরটিএ থেকে দেওয়া হয়েছিল, সেটি আজ প্রত্যাহার করে নিয়েছে।”

গত ১০ ফেব্রুয়ারি মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে চালকদের জরিমানা বা কারাদণ্ডের নির্দেশনা দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

নির্দেশনায় উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৫(৩) ধারা অনুযায়ী রুট পারমিটপ্রাপ্ত অটোরিকশাগুলো যেকোনও গন্তব্যে যাত্রী নিতে বাধ্য। চালকরা মিটারের চেয়ে বেশি ভাড়া দাবি বা আদায় করতে পারবেন না। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করেন, তাহলে আইনের ৮১ ধারা অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা, ছয় মাসের কারাদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। এ ছাড়া চালকের লাইসেন্স থেকে এক পয়েন্ট কেটে নেওয়ার বিধান রয়েছে।

   

About

Popular Links

x