Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইলন মাস্ককে প্রধান উপদেষ্টার চিঠি

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম

বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে শীর্ষ ধনকুবের ও স্পেসএক্সের নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে চিঠি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে এই চিঠি পাঠান তিনি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পেজ থেকে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সফরে তিনি বাংলাদেশি যুবক ও নারীদের সঙ্গে দেখা করতে পারবেন, যারা এই নেতৃস্থানীয় প্রযুক্তির প্রধান সুবিধাভোগীদের মধ্যে থাকবেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আসুন আমরা একটি উন্নত ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করি। বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ একীভূত করা গেলে সেটি রূপান্তরমূলক প্রভাব ফেলবে, বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য।

প্রেস উইং আরও জানায়, প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর ড. খলিলুর রহমানকে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংককে বাংলাদেশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এজন্য তাকে স্পেসএক্স টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে বলেছেন প্রধান ‍উপদেষ্টা।

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

   

About

Popular Links

x