Tuesday, April 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৩ পিএম

সারাদেশে নারীদের নিরাপত্তা, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন প্রতীকী অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের দুই লেনে যান চলাচল বন্ধ ছিল। পরে সাড়ে ১২টায় অবরোধ তুলে নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের “দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ, জুলাইয়ের রক্তের দাম দে, নইলে গদি ছেড়ে দে”সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, “গত কয়েক দিন দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এর ফলে তিনি উপদেষ্টা পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “জুলাই অভ্যুত্থান পরবর্তী ছাত্র–জনতার আকাঙ্ক্ষার মধ্যে অন্যতম ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। একের পর এক সন্ত্রাসী কার্যক্রম সামনে এলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন।”

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আবদুর রশিদ জিতু বলেন, ‘‘৫ আগস্ট–পরবর্তী সময়ে আমাদের সবার আশা-আকাঙ্ক্ষার সরকার গঠিত হয়েছিল। আমরা আশা করেছিলাম, আমার মা-বোনেরা নির্বিঘ্নে নিরাপদে যখন ইচ্ছা যেখানে ইচ্ছা যেতে পারবেন। আমরা নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারব এবং নিরাপদে চলাচল করতে পারব। ৫ আগস্ট–পরবর্তী সময়ে উপদেষ্টা পরিষদের যে সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল, আমরা দেখেছি সেই সেক্টরেই সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়েছে।  বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি দেশে খুন, রাহাজানি, ধর্ষণের মতো ঘটনা ঘটছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই আপনি ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন, নাহলে আপনাকে টেনে-হিঁচড়ে গদি থেকে নামাবো।’’

   

About

Popular Links

x