Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

মেট্রোরেলের ভেতরে থাকবে ২ জন করে এমআরটি পুলিশ

মঙ্গলবার থেকে এটি কার্যকর করা হবে

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১২:১৫ পিএম

মেট্রোরেলের অভ্যন্তরে বাড়তি নিরাপত্তার স্বার্থে এখন থেকে প্রতি সেট ট্রেনের (৬টি কোচ) ভেতরে দুজন করে এমআরটি পুলিশ সদস্য নিযুক্ত থাকবেন। এছাড়া স্টেশনগুলোতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (৪ মার্চ) থেকে এটি কার্যকর করা হবে বলে জানিয়েছেন এমআরটি (ম্যাস র‌্যাপিড ট্রানজিট) পুলিশের পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার গোমস্তা।

তিনি বলেন, ‘‘যাত্রীদের সঙ্গে থাকা বাচ্চা, বৃদ্ধ এবং মালামাল হারানো গেলে তাৎক্ষণিক খুঁজে বের করা, চুরি-ছিনতাই প্রতিরোধ করা, যাত্রীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা নিয়ন্ত্রণসহ নাগরিক চাহিদা অনুযায়ী যেকোনো ধরনের সমস্যা সমাধানের চেষ্টা করবে এমআরটি পুলিশ।’’

এছাড়াও এমআরটি পুলিশে জনবল বৃদ্ধি করলে এবং পূর্ণাঙ্গ স্বতন্ত্র ইউনিট প্রতিষ্ঠা হলে সেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, মেট্রোরেল ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে ২০২৩ সালের নভেম্বর থেকে কাজ শুরু করে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ। 

   

About

Popular Links

x