Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

গ্রামবাসীর সহায়তায় ৯ ঘণ্টার চেষ্টায় কাদায় আটকে পড়া হাতি উদ্ধার

মাদি হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১২:৩৬ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কাদায় আটকে পড়া ৪০ বছর বয়সী একটি বন্য হাতিকে টানা ৯ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। বাঁশখালী উপজেলার নাপোড়া এলাকায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের ভেতরে আটকে পড়া হাতিটি বন বিভাগের কর্মকর্তারা গ্রামবাসীর সহায়তায় উদ্ধার করে।

বন বিভাগের জলদী রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, “আমরা বুধবার সন্ধ্যা ৭টার দিকে হাতিটি কাদায় আটকে যাওয়ার খবর পাই। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু করি। প্রথমে আমরা একটি পাম্প দিয়ে পানি ছিটিয়ে হাতির গায়ের কাদা পরিষ্কার করি। পাশাপাশি পানি ছিটিয়ে কাদা নরম করে নেই। পরে অন্তত ৩৫ জন গ্রামবাসীর সহায়তায় ৯ ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে হাতিটি ডাঙায় তুলতে সক্ষম হই।”

তিনি আরও বলেন, “মাদি হাতিটির বয়স আনুমানিক ৪০ বছর। হাতিটি পুষ্টিহীনতায় ভুগছে। কাদায় আটকে যাওয়ায় আরও দুর্বল হয়ে গেছে। উদ্ধারের পর আমরা হাতিকে স্যালাইনযুক্ত পানি খাইয়েছি। হাতিটি দাঁড়াতে পারছিল না। ডুলাহাজারা সাফারি পার্ক থেকে চিকিৎসকদের আসার অনুরোধ জানানো হয়েছে।”

   

About

Popular Links

x