Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

বনানীতে পোশাকশ্রমিককে চাপা দেওয়া গাড়িটির নিবন্ধন স্থগিত

এ ঘটনার পর বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বনানীতে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৫:২৪ পিএম

রাজধানীর বনানীতে ভোরে গাড়িচাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সম্পৃক্ত ট্রাকটির রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করেছে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

সোমবার (১০ মার্চ) ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক সই করা এক পত্রে বিষয়টি জানানো হয়।

পত্রে বলা হয়, ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানটি ১০ মার্চ ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে একজন নারী পোশাক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। এ অবস্থায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ৪৬ অনুযায়ী ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হলো।

এতে আরও বলা হয়, মোটরযানের মালিককে মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও ওই মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঢাকা মেট্রো-২ সার্কেলের কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পত্র অনুযায়ী, ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বরের ট্রাকটির মালিক দুইজন— মো. টিটন ইসলাম ও মো. রহিদুল ইসলাম। তাদের দু’জনের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়।

উল্লেখ্য, সোমবার ভোর ৬টার দিকে বনানীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনার পর বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বনানীতে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এতে রাজধানীজুড়ে তৈরি হয় অসহনীয় যানজট।

   

About

Popular Links

x