Wednesday, June 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

সিলেট সীমান্ত দিয়ে আরও ১৬ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

বুধবার সকালে তাদের আটক করে বিজিবি

আপডেট : ১৪ মে ২০২৫, ১০:৫৫ পিএম

সিলেটে সীমান্তবর্তী জকিগঞ্জের আটগ্রাম থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ মে) সকালে তাদের আটক করে বিজিবি। আটকদের মধ্যে- ২ শিশু, ৮ জন পুরুষ ও ৬ নারী।

বিজিবি সূত্র জানা যায়, বিজিবি ১৯ ব্যাটালিয়নের কানাইঘাটের আটগ্রাম বিওপির সদস্যরা বুধবার সকালে জকিগঞ্জের আটগ্রাম এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবি ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৬ জনকে আটক করে। পরে তাদের বিজিবির ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

বিজিবির হাতে আটক ১৬ জনকে ভারত থেকে ঠেলে দেওয়া (পুশ–ইন) হয়েছে বলে জানিয়ে সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “তাদের আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের সবাই বাংলাদেশের নাগরিক এবং তারা বাগেরহাট ও কুড়িগ্রামের বলে দাবি করছেন।”

বিজিবির বরাত দিয়ে তিনি আরও বলেন, “আটক ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন। বিজিবি ১৬ জনকে তাদের হেফাজতে রেখেছে। পুলিশের কাছে হস্তান্তরের পর আরও বিস্তারিত জানা যাবে।”

এদিকে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আজ বুধবার নারী-শিশুসহ ৪৪ জনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x