Wednesday, July 09, 2025

সেকশন

English
Dhaka Tribune

দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, প্রাণ গেল পাঁচজনের

১৫ জন আহত হয়েছেন

আপডেট : ১৪ জুন ২০২৫, ১০:০২ এএম

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) ভোর ৪টা ২০ মিনিটের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে আমবোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোর ৪টার পর পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন ও আহত হন কমপক্ষে ১৫ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

আহতদের মধ্যে ৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের রংপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

   
Banner

About

Popular Links

x