Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

৪০ দিন পর খুললো ডিএসসিসি নগর ভবনের তালা

প্রশাসকের কক্ষে এখনও তালা

আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:০৮ পিএম

টানা ৪০ দিন বন্ধ করে রাখার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন।

সোমবার (২৩ জুন) সকালে নগর ভবনের প্রধান ফটক খুলে দেওয়া হয়। এরপর নগর ভবনে আংশিকভাবে শুরু হয়েছে নাগরিক সেবা কার্যক্রম।

এর ফলে গত ১৪ মে থেকে শুরু হওয়া অচলাবস্থার একধরনের সমাপ্তি ঘটল। তবে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি নগর ভবনের কার্যক্রম। তবে এখন তালাবদ্ধ রয়েছে ডিএসসিসি প্রশাসকের কক্ষ। তালা দেখা গেছে প্রকৌশলীদের কক্ষেও।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলনে প্রায় দেড় মাস নগর ভবনে সেবা কার্যক্রম বন্ধ ছিল।

নগর ভবনের বাইরে থাকা ১০টি আঞ্চলিক কার্যালয়েও আজ স্বাভাবিক কার্যক্রম চালু হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে বাতিল করা হয়। বিএনপির মেয়র প্রার্থী ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করা হয়। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে ইশরাককে শপথ না পড়ানোয় আন্দোলন শুরু হয়।

   

About

Popular Links

x