Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিখোঁজ

তার খোঁজে মাঠে নেমেছে পুলিশ

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৬:৫৯ পিএম

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন। ইতোমধ্যে তার সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগীর পরিবার।

শুক্রবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, “জনতা ব্যাংকের ডিজিএম মুশফিকুর রহমানের খোঁজে মাঠে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হন ব্যাংক কর্মকর্তা মুশফিকুর। তবে তিনি মসজিদে যাননি, সেটা নিশ্চিত হওয়া গেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নির্ণয়ের চেষ্টা করছে পুলিশ।”

মুশফিকুর রহমানের সহকর্মী জনতার ব্যাংকের কোম্পানি সচিব আবদুল আলিম খান ‍সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “মুশফিকুর রহমান শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন। এরপরের অবস্থান আর জানা যায়নি।”

   
Banner

About

Popular Links

x