Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ব্র্যান্ডের শোরুম থেকে পোশাক কিনতে লাগবে বাড়তি টাকা

দরজির দোকানে জামা-প্যান্ট বানাতেও গুণতে হবে বাড়তি টাকা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৪:১৪ পিএম

চলমান ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ সংক্রান্ত ২টি অধ্যাদেশ জারি করা হয়েছে।

অধ্যাদেশ দুটি হলো- মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং দ্যা এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫। এই অধ্যাদেশ জারির পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। ফলে এই অধ্যাদেশের পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে।

এই তালিকায় রয়েছে- ব্র্যান্ডের শোরুম, টেইলারিং শপ ও টেইলার্স। এবার দরজির দোকানে পোশাক তৈরি করতে গেলেও গুনতে হবে বেশি টাকা। এই খাতে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়িয়েছে সরকার।

এর আগে টেইলারিং শপ ও টেইলার্সে ভ্যাটের হার ছিল ১০%। এখন সেটি ৫% বাড়িয়ে ১৫% করেছে এনবিআর। ফলে টেইলারিং শপ ও টেইলার্সে ১ হাজার টাকার একটি পোশাক বানাতে ১৫০ টাকা ভ্যাট দিতে হবে।

এছাড়াও ব্র্যান্ড ও নন–ব্র্যান্ড সব ধরনের তৈরি পোশাকের দোকানেও ভ্যাট বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। আগে এসব দোকানে ভ্যাট ছিল ৭.৫%। এখন সেটি ১৫% করা হয়েছে। তার মানে পোশাক কেনা কিংবা বানানো উভয় ক্ষেত্রেই ভোক্তার খরচ বাড়বে।

   

About

Popular Links

x