Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি কমে ৯.২৪%

দেশে সার্বিক মূল্যস্ফীতি বেশ কিছুটা কমে দাাঁড়িয়েছে ৯.৩২%

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৫:৪৬ পিএম

দেশের সার্বিক মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে, ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯.৩২%। এর আগে জানুয়ারিতে যা ছিল ৯.৯৪%।

ফেব্রুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯.২৪% হারে, জানুয়ারি মাসে যা ছিল ১০.৭২%। এখানেও কমেছে শতাংশীয় পয়েন্টে। ১০ মাস পর খাদ্যের মূল্যস্ফীতি ১০%-এর নিচে নামল।

বৃহস্পতিবার (৬ মার্চ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৯.৬৭%। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমার ফলে তা সার্বিক মূল্যস্ফীতি হ্রাসেও ভূমিকা রেখেছে। ফেব্রুয়ারিতে খাদ্যবহির্ভুত মূল্যস্ফীতি হয়েছে ৯.৩৮% হারে, যা জানুয়ারির ৩.৩২%-এর চেয়ে সামান্য বেড়েছে।

এর আগে ডিসেম্বরে ১২.৯২% এবং নভেম্বরে ১৩.৮% হারে হয়েছিল সার্বিক মূল্যস্ফীতি। এনিয়ে গত চার মাসের মধ্যে দ্বিতীয়বার এক অংকের ঘরে ফিরল সার্বিক মূল্যস্ফীতি।

২০২৩ সালের সেপ্টেম্বর মূল্যস্ফীতির হার ৯.৯২% হয়েছিল, এরপর থেকে তা বাড়তে থাকে। বিবিএসের তথ্যমতে, গত আড়াই বছর ধরেই সার্বিক মূল্যস্ফীতির মাসিক হার ৯%-এর উপরে রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি ৯.৩২% হওয়ার মানে হলো, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে যদি আপনার বিভিন্ন ধরনের পণ্য ও সেবা কিনে সংসারের খরচ চালাতে ১০০ টাকা খরচ হয়; ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে একই পণ্য ও সেবা কিনে সংসার চালাতে খরচ লাগলো ১০৯.৩২ পয়সা। প্রতি ১০০ টাকায় খরচ বেড়েছে ৯.৩২ পয়সা।

 

   

About

Popular Links

x