Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

অবশেষে ভারতের নাগরিকত্ব পেলেন অক্ষয়

২০১৯ সালেই নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শুরু করলেও করোনাভাইরাস মহামারির কারণে ভারতের পাসপোর্ট পেতে অক্ষয়ের দেরি হয়

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৫:০২ পিএম

অমৃতসারে জন্ম। কিন্তু অক্ষয় কুমারের এতদিন কেবল কানাডার নাগরিকত্বই ছিল। নিজেকে দেশপ্রেমিক বলে দাবি করলেও এতদিন ধরে ভারতের নাগরিকত্ব ছিল না তার। বলিউডে প্রথম সারির অভিনেতা হলেও ভারতীয় নাগরিকত্ব না থাকায় অক্ষয়কে প্রায়ই দর্শকদের কাছ থেকে খোঁচা হজম করতে হতো।

অবশেষে নাগরিকত্ব নিয়ে সব বিতর্কের ইতি টেনে দিলেন অক্ষয়। কানাডার নাগরিকত্ব ছেড়ে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারতীয় হলেন ৫৫ বছর বয়সী এ চলচ্চিত্র অভিনেতা। বুধবার (১৫ আগস্ট) ভারতের ৭৬তম স্বাধীনতা দিবসে অক্ষয় নিজেই এ কথা নিশ্চিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভারতের নাগরিকত্ব পাওয়ার নথিপত্র প্রকাশ করেন অক্ষয়। ক্যাপশনে এ চিত্রনায়ক বলেন, “হৃদয় ও নাগরিকত্ব দুটোই এখন হিন্দুস্তানি (ভারতীয়)। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।”

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালেই ভারতের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন অক্ষয়। তবে করোনাভাইরাস মহামারির কারণে ভারতের পাসপোর্ট পেতে তার দেরি হয়েছে।

   

About

Popular Links

x