Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

নিজের নাম জিজ্ঞেস করলেন মাহি, ‘ট্রাক-ট্রাক’ বলে চিৎকার জনতার

দর্শকদের প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। আমার নামও ট্রাক হয়ে গেছে’

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৮:৩০ পিএম

সম্প্রতি রাজনীতিতে এসে নতুন করে আলোচনায় আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চান। সেটি না পেয়ে অবশেষে ট্রাক প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করেন। তবে জিততে পারেননি। শুধু এই নির্বাচনকালে নয়, আরও আগে থেকেই রাজনীতিতে দেখা গেছে মাহিকে। যে কারণে অভিনয়ে হয়েছেন অনিয়মিত।

তবে এখন আবার অভিনয়ে সময় দিচ্ছেন এই নায়িকা। তাকে স্টেজ পারফর্মেও দেখা যাচ্ছে। সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় একটি সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহি।

সেখানে মঞ্চে পারফর্ম করার আগে উপস্থিত সবাইকে মাহি প্রশ্ন করেন, “আপনারা সবাই কি আমাকে চেনেন? কী নাম আমার?” মাহির এই প্রশ্নে উপস্থিত জনতার কেউ কেউ মাহিয়া মাহি বলে চিৎকার করেন। আবার অনেকে ট্রাক-ট্রাক বলেও চিৎকার দেন।

এসময় মজার ছলে মাহি বললেন, “ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নাম ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। আজকে এখানে এসেছি শুধুমাত্র ট্রাক মার্কার জন্য।”

   

About

Popular Links

x