Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

বৈষম্যবিরোধী আয়োজিত উন্মুক্ত কনসার্ট হঠাৎ স্থগিত

ঢাকার পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত উন্মুক্ত কনসার্ট “রিবিল্ডিং দ্য ন্যাশন” হঠাৎ স্থগিত করা হয়েছে। আয়োজকদের একজন জানিয়েছেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার পুরোনো বাণিজ্য মেলা মাঠ, আগারগাঁওয়ে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে নিরাপত্তার কারণে আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, নিরাপত্তা ইস্যুতে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

আয়োজকদের পক্ষ থেকে এর আগে বলা হয়, “এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে। কনসার্ট ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে। তাদের সামনে দেশের বিভিন্ন ব্যান্ড গান পরিবেশন করবে। আমরা দেশীয় শিল্পীদের নিয়ে কনসার্টের লাইনআপ সাজিয়েছি; যারা আন্দোলনের সময় নিজেদের ক্যারিয়ারের চিন্তা না করে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন।”

   

About

Popular Links

x