Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিয়ের পরিকল্পনার মধ্যেই বিচ্ছেদের গুঞ্জন বিজয়-তামান্নার

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, প্রেম ভাঙলেও পরস্পর বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখবেন

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৪:২৮ পিএম

সম্পর্ক ভাঙছে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার। দু’জনের রসায়নে মুগ্ধ ছিলেন অনেকেই। এমনকি সম্পর্কের কথা এগিয়ে গিয়েছিল বিয়ে পর্যন্ত। এ বছরেই নাকি গাঁটছড়া বাঁধার পরিকল্পনাও করছিলেন তারা। কিন্তু হঠাৎই সেই সম্পর্কে চিড় ধরেছে বলে জানা যাচ্ছে। টানা দু’বছর সম্পর্কে ছিলেন। বিয়ের পরে একসঙ্গে থাকার জন্য বাড়িও খুঁজছিলেন। কিন্তু হঠাৎই ছন্দপতন হয়ে গেল। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি তামান্না বা বিজয়। শোনা যাচ্ছে, প্রেম ভাঙলেও পরস্পর বন্ধুত্বের সম্পর্ক অটুট রাখবেন। তবে এর মধ্যেই তামান্নার পুরনো একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই পোস্ট দেখে অনুরাগীদের আন্দাজ, সম্পর্কে বোঝাপড়ার অভাবেই বিচ্ছেদের পথে হাঁটছেন তারা।

গত ২৯ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট করেছিলেন তামান্না। তিনি লিখেছিলেন, “ভালোবাসা পাওয়ার সবচেয়ে বড় উপায় হলো ভালোবাসা দেওয়া। কারও মনোযোগ পাওয়ার সবচেয়ে বড় উপায় হলো অপর জনকেও মনোযোগ দেওয়া। নিজেকে সকলের চোখে সুন্দর করে তোলার সবচেয়ে বড় পদ্ধতি হলো, অন্যদেরও সুনজরে দেখা। বন্ধু পাওয়ার রাস্তা হলো নিজেই ভালো বন্ধু হয়ে ওঠা।” সেই সময়ে তামান্নার এই পোস্ট নজর এড়িয়ে গিয়েছিল নেটাগরিকদের। কিন্তু বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই, সেই পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিভিন্ন অনুষ্ঠানে তামান্না ও বিজয়কে একসঙ্গে দেখা যেত। বিজয়কে সবসময়ই তামান্নার খেয়াল রাখতে দেখা গিয়েছে। যেকোনো জায়গাতেই তামান্নাকে সম্মান দিতে দেখা গেছে তাকে। বিজয়ের এই ব্যবহারেই মুগ্ধ ছিলেন তার অনুরাগীরা। তবে মিডিয়ার বাইরেও একটা জীবন থাকে তাদের।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কয়েক সপ্তাহ আগেই ব্রেকআপ হয়েছে তামান্না ও বিজয়য়ের। তবে একে-অপরের ভালো বন্ধু হিসেবে থাকার পরিকল্পনা করছেন দুজন। 

আপাতত দুজনেরই ফোকাস ক্যারিয়ারে। যদিও বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। এমনকী তামান্না এবং বিজয় তাদের বিচ্ছেদের গুঞ্জনেও কোনো প্রতিক্রিয়া জানাননি।

উল্লেখ্য, বলিউডে ভালোই সময় পার করছিলেন তামান্না। ‘‘আজ কি রাত’’ গানের সঙ্গে নেচে অবিশ্বাস্য জনপ্রিয়তা পেয়েছেন তিনি। হাতে রয়েছে একাধিক কাজ। বিজয়ের হাতেও অনেকগুলো কাজ রয়েছে।

   

About

Popular Links

x